Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: বলিউডের হৃদয় কাঁপানো নায়ক সালমান খানকে ক্ষমা চাওয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ভারতের ন্যাশনাল কমিশন ফর ওমেন।
সালমান খান তার নতুন ছবি ‘সুলতান’ নিয়ে এক সাক্ষাতকারে বলেছেন, এ ছবির শুটিং শেষে নিজেকে মনে হয় ধর্ষিত নারী। তার এই ‘ধর্ষিত নারী’ শব্দ ব্যবহারের কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, বিনোদনমুলক ওয়েবসাইট স্পটবয়ই’তে তিনি একটি সাক্ষাতকার দিয়েছেন ‘সুলতান’ নিয়ে।
তিনি বলেছেন, যখন আমি রিং থেকে নেম আসি, তখন শুটিংয়ের পর আমার মনে হয় যেন, আমি একজন ধর্ষিত নারী। আমি সোজা হয়ে হাঁটতে পারি না। এ সাক্ষাতকারটি শনিবার প্রকাশিত হয়েছে। এ বক্তব্য প্রচার হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়ে। বলা হয়, সালমান খানকে এমন বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, ‘সুলতান’ ছবিটি রেসলিং ধর্মী। এতে ৫০ বছর বয়সী সালমান খান অভিনয় করেছেন। এতে তাকে ১২০ কিলোগ্রাম ওজনের একজন ব্যক্তিকে তার ১০ বার উপরে তুলতে হয়। তাও ১০টি ভিন্ন কোণে।
এ বিষয়ে তিনি নিজের ক্লান্তি, শারীরিক শ্রম নিয়ে কথা বলছিলেন ওই সাক্ষাতকারে। তিনি বলেন, এ কাজটি আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। এ শুটিং করে আমি ঠিকমতো দাঁড়াতে পারি না। হাঁটতে পারি না। তবে ‘ধর্ষিত নারী’র সঙ্গে নিজেকে তুলনা করায় প্রচ- ক্ষেপেছেন ন্যাশনাল কমিশন ফর ওমেন প্রধান ললিতা কুমারামঙ্গলাম। তিনি বলেন, তার মতো একজন ব্যক্তির এমন দায়িত্বহীনের মতো কথাবার্তা সত্যিই লজ্জার। সমালোচকদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা শাইনা এনসি। তিনি বলেছেন, এমন বক্তব্য দেয়ার জন্য অবশ্যই সালমানের নিন্দা জানাতে হবে। সবাই জানেন যে, সালমান নারীদের সম্মান করেন। যদি তিনি নারীদের সম্মান করেই থাকেন তাহলে তার স্বীকার করতেই হবে যে, তিনি ভুল করেছেন এবং এ জন্য তাকে ক্ষমা চাইতে হবে।