Tue. Sep 23rd, 2025
Advertisements

17খোলা বাজার২৪, শুক্রবার, ২৪ জুন ২০১৬: জেলার আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারন সম্পাদক ও নওগাঁ -১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন (মহাদেবপুর ও বদলগাছী) উপজেলার সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড হারুন অল রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করে পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আঃ ওয়াহেদ।