খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: নুসরাত ফারিয়া সিনেমায় অভিনয়ের কারণে বাংলাদেশের পাশাপাশি এখন কলকাতায়ও পরিচিত মুখ। বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী এবার ভারতের কালারস বাংলা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’এ অংশ নিচ্ছেন। বিগ বস অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে ১ জুলাই মুম্বাইয়ে যাবেন তিনি।
‘বিগ বস’এ অংশ নেয়ার বিষয়ে ফারিয়া বলেন, বাংলাদেশের মানুষ ভারতের টিভি চ্যানেলে প্রচার হওয়া যে ক’টি অনুষ্ঠান দেখেন, তার মধ্যে ‘বিগ বস’ একটি। বাংলাদেশে এই অনুষ্ঠানের অনেক দর্শক আছে। মূলত ‘বাদশা’ ছবির প্রচারণা চালাতেই এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। এটি আমার জন্য স্পেশাল। কারণ, এই অনুষ্ঠানে আমার হিরো জিতের পাশাপাশি পরিচালক বাবা যাদবের সঙ্গে কয়েকটি গানে পারফর্ম করবো। আশা করছি, দারুণ কিছু হবে।
‘বিগ বস সিজন টু’ উপস্থাপনা করবেন জিৎ। শুটিং শেষে ফারিয়া ঢাকায় ফিরবেন ঈদের দিন সকালে।