খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: চার বছর পর প্রকাশ পেলো দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম। নাম ‘রাখে আল্লাহ মারে কে’। ঈদ উপলক্ষে মোবাইল অপারেটর রবি রেডিওতে প্রকাশ পেলো অ্যালবামটি। ৩০শে জুন দুপুরে ঢাকার গুলশানে রবি প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি প্রকাশ করা হয়। এ অ্যালবামের গান শুনতে হলে রবি গ্রাহকদের ডায়াল করতে হবে ৮০৮০৫ নম্বরে। শুধু গান নয়, এগুলোর নির্মাণের গল্পও শোনা যাবে এখানে।
রবি আজিয়াটা লিমিটেডের ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান ফয়সাল জানান, ৮০৮০৫ নম্বরে ডায়াল করলে শুধুই এলআরবির গান ও গানের গল্প শোনা যাবে। এলআরবির জন্যই বিশেষভাবে এ নম্বরটি রাখা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কমিউনিকেশন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির। ‘রাখে আল্লাহ মারে কে’ অ্যালবামে গান রয়েছে আটটি।
তবে প্রাথমিকভাবে চারটি গান শোনা যাচ্ছে। এগুলো হলো ‘রাখে আল্লাহ মারে কে’, ‘মন’, ‘নাচো’ ও ‘তোমরা ১১ জন’। অ্যালবামে গান লিখেছেন আইয়ুব বাচ্চু, সাজ্জাদ হুসাইন ও ইরফান। অ্যালবামটি প্রসঙ্গে এলআরবির দলনেতা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, চার বছর পর অ্যালবাম প্রকাশ পেলো। তাই আমরা এক্সাইটেড। আমাদের ভক্তদের জন্যই বার বার ফিরে আসি নতুন গান নিয়ে। এবারের যাত্রায় সহযোগিতা করার জন্য রবিকে অনেক ধন্যবাদ। আশা করছি শ্রোদাতের ভালো লাগবে গানগুলো।