Tue. Oct 14th, 2025
Advertisements

31খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল, রংপুর: রপুরের পীরগাছার দেউতিতে তানজিমে রফিকুল ইসলাম এর আয়োজনে গত সোমবার রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দেয়া ইফতার মাহ্ফিল ও বস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলের সহ সভাপতি নজরুল ইসলাম মঞ্জু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসি মোছাঃ রাবেয়া বশরী মিতু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী রাকিবুল ইসলাম একান্ত ও তার সহ ধর্মিনী মোছাঃ রুহেলা ইসলাম, সাংবাদিক এম খোরশেদ আলম, সাংবাদিক আব্দুর রহমান রাসেল, শিক্ষক শ্রী রতন কুমার, শিক্ষক আনিছুর রহমান, তান্জিনা বেগম প্রমুখ। পরে লন্ডন প্রবাসী রাকিবুল ইসলাম এর একান্ত ব্যাক্তিগত উদ্যেগে ৩ শত ছাত্র/ছাত্রীকে স্কুলের ড্রেস এবং ১ শত জন দুঃস্থ্য নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করেন।