Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই ‘এস এগেইনস্ট অডস’ এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে। হায়দ্রাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
নিজের আত্মজীবনী বই আকারে প্রকাশের সম্পূর্ণ পরিকল্পনাই ছিল সানিয়ার নিজের এবং পুরো বইটি সম্পূর্ণ হতে পাঁচ বছর সময় লেগেছে বলে জানিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। নিজের জীবনের বিভিন্ন দিক এমনকি বিতর্কিত বিষয়গুলো এখানে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ারের স্মরণীয় উত্থানের গল্প। চার-পাঁচ বছর বয়স থেকে এ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ৪০টি অধ্যায়ের মাধ্যমে গল্প আকারে বইটিতে প্রকাশ করা হয়েছে।
হায়দ্রাবাদ ছাড়াও খুব শিগগিরই ভারতের অন্যান্য শহরেও বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হবে। এর মধ্যে মুম্বাইয়ের অনুষ্ঠানে বলিউডের আরেক সুপারস্টার সালমান খানের উপস্থিত থাকার কথা রয়েছে।