Sat. Sep 13th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহেকে অনেক আগেই ব্যক্তিগত নিরাপত্তা দেহরক্ষী দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গুলশানের হলি আর্টিজানের হামলার পর বিদেশি কোচদের নিয়ে দুশ্চিন্তায় ছিল বিসিবি। তাই বোর্ডের অধীনে থাকা সব বিদেশি কোচ-ট্রেনারদের দেয়া হচ্ছে একজন করে নিরাপত্তা দেহরক্ষী।

এরই মধ্যে বিসিবি কার্যালয় ও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা বাড়িয়েছে বিসিবি। আসা-যাওয়ার পথে সবাইকে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। জাতীয় দল, একাডেমিসহ বিসিবিতে বিদেশি কোচ-ফিজিও-ট্রেনার আছেন সাত-আটজনের মতো। তাদের জন্য নিরাপত্তা দেহরক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর থেকে চাওয়া হয়েছে। বিসিবির চাহিদামত সশস্ত্র দেহরক্ষী দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিসিবির নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব.) হোসেন ইমাম বলেছেন, ‘জাতীয় দলের হেড কোচ আগে থেকেই গানম্যান পাচ্ছেন। আমরা অবশ্য ভাবতেও পারিনি যে বিদেশি সব কোচদের জন্যই এই ব্যবস্থা জরুরি হয়ে উঠবে। যাহোক, এবার ঢাকায় ফেরার পর সবাইকে গানম্যান দেয়া হচ্ছে। কাউকে আর একা চলতে-ফিরতে দেয়া হবে না।’