Wed. Sep 24th, 2025
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদ ও তৎপরতা অনেকটা কমে আসছে বলে দাবি করে পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, আইনশৃংখলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার হলে এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। শুক্রবার দুপুরে রাঙ্গামাটিতে নবনির্মিত জেলা পুলিশের অফিসার্স মেস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক এমন মন্তব্য করেন। তবে ওই সময় এসপি বাবুল আক্তার ও তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে এর কোনো জবাব দিতে অসম্মতি প্রকাশ করে তা এড়িয়ে যান আইজিপি।
জেলা পুলিশের আবাসন সুবিধার জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। শহরের পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় নির্মিত এ মেস ভবনটি উদ্বোনকালে আইজি ছাড়াও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা পুলিশের অফিসার্স মেস উদ্বোধন ছাড়াও বিকালে সুখী নীলগঞ্জের পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা পুলিশের বিশেষ সভায় এবং ভেদভেদীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় যোগ দেন আইজি।
সাংবাদিকদের প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, দেশে জঙ্গি ও তাদের তৎপরতা আছে। কিন্তু অভিযানে এ পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ক্রশফায়ারেও অনেকে মারা গেছে। সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিদের দমিয়ে রাখা সম্ভব হচ্ছে।
আইজি বলেন, পুলিশের পাশাপাশি পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী রয়েছে। পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষ ভৌগলিক এলাকা। সেটাকে মাথায় রেখে এ অঞ্চলে সার্বক্ষণিক সেনাবাহিনী ও আইনশৃংখলা বাহিনী অব্যাহতভাবে অভিযান পরিচালনা করে। তিন পার্বত্য জেলা হতে এ পর্যন্ত বহু অস্ত্রশস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার করা সম্ভব হয়েছে।
দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনগণের সহায়তা চেয়ে পুলিশের আইজি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আইনশৃংখলা বাহিনী ও জনগণের সম্মিলিত চেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হলে এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেন পুলিশের আইজি।