খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ৭টার দিকে ষোলশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
ষোলশহর পুলিশ ফাঁড়ির এএসআই সন্তোষ কুমার নাথ জানান, সকাল ৭টার পুলিশ ফাঁড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আধঘণ্টা বিলম্বে ছাড়ে। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।