Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: :ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা অধিকার মঞ্চে দেশব্যাপী বর্বরোচিত জঙ্গী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা অধিকার মঞ্চের সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, এইড এর ডিরেক্টর (প্রোগ্রাম) আশাবুল হক, প্রকল্প সমন্বয়কারী শাহাবুদ্দীন আহম্মদ, অধিকার মঞ্চের সদর উপজেলা সভাপতি সুরাইয়া পারভিন মলি, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক কমলেশ শর্মা, কোটচাঁদপুর উপজেলার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন টি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা অধিকার মঞ্চের সভাপতি ইছাহক আলী।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সুধীবৃন্দ, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি এমপি আনার বলেন, ধর্মের দোহায় দিয়ে কমলমতি শিশু-কিশোর- যুবকদের জঙ্গী বানিয়ে মানুষ হত্যাসহ দেশে বিশৃংখলা সৃষ্টি করা হচ্ছে।

তিনি এমপি আরো বলেন, পবিত্র কোরআন হাদিসে পরিস্কার বলা আছে, যার মানুষ হয়ে মানুষ খুন করবে তারা কবিরা গুনাহের শামিল হবে। তিনি জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।