খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে আবু সুফিয়ান (৩৬) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে চৌধুরীহাট বাজারে এ ঘটনা ঘটে।
আবু সুফিয়ান ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে। তিনি চরপার্বতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরীহাট বাজারে আল সালাম হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন সুফিয়ান। এসময় হোটেলের পাশে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসী আজাদ ও তার লোকজন তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল জানান, সুফিয়ান ইউনিয়ন যুবলীগের নেতা। ঘাতক আজাদ এর আগেও চীন শাখা আওয়ামী লীগের নেতা জাহেদুল আলম মারুফ হত্যার সাথে জড়িত ছিল। বর্তমানে সে জামিনে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, মারুফ হত্যা মামলার আসামি আজাদ কয়েকদিন আগে জামিনে বের হয়ে এসেছিল। যুবলীগ নেতা আবু সুফিয়ানকে মাথায় গুলি করে হত্যা করেছে আজাদ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ মার্চ রাতে আজাদ, ইয়াছিন ও বেলালসহ কয়েকজন চৌধুরীহাট বাজারে চীন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম মারুফকে গুলি করে হত্যা করে। পরে ওই ঘটনায় পুলিশ আজাদসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।