Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬: মা হতে যাচ্ছেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে এবারই প্রথম সন্তান নিচ্ছেন ৪৭ বছর বয়সী এই তারকা। শিগগিরই তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে।

একটি সূত্র এইস শোবিজকে জানিয়েছে, নতুন অতিথি আসবে বলে লোপেজ ও ক্যাসপার উচ্ছ্বসিত। ক্যাসপারের সন্তান মা হতে যাচ্ছেন ভেবে সুখের অন্ত নেই জেনিফারের। ক্যাসপারও যেন হাতে চাঁদ পাচ্ছেন!
দু’জনে মিলে একটি পুত্রসন্তান আশা করছেন। তবে সূত্রটি লাইফ অ্যান্ড স্টাইল ট্যাবলয়েডকে বলেছে, লোপেজের বয়স বিবেচনায় সুস্থ শিশু প্রত্যাশা করছেন এই নৃত্যশিল্পী, সে ছেলে হোক আর মেয়ে হোক।
জানা গেছে, সন্তানের জন্য অনেকদিন ধরে ‘দ্য বয় নেক্সট ডোর’ তারকা লোপেজের কাছে বায়না করেছেন ক্যাসপার। প্রেমিকাকে রানীর মতোই রেখেছেন তিনি। লোপেজ যখন যা আবদার করেছেন তা বলার আগে সামনে এনে হাজির করেছেন ২৯ বছর বয়সী এই নাচিয়ে। এটা স্বাভাবিক মনে হলেও জেনিফারের হাত-পা ধরে অপেক্ষা করেছেন তিনি।
লোপেজের যমজ সন্তান ইমি ও ম্যাক্সের বাবা তার আগের স্বামী গায়ক মার্ক অ্যান্থনি। ২০০৪ সালে বিয়ে করেছিলেন তারা। দশ বছর পর ভেঙে গেছে তাদের সম্পর্ক। এরপর ক্যাসপারের সঙ্গে জড়ান জেনিফার।