খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬:
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যা দুর্গত গাইবান্ধা জেলার সাগাটার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, দুলছড়ির কাতলামাড়ি, গাইবান্ধা সদর উপজেলার কামার জানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ ও সুন্দরগঞ্জ উপজেলায় মোট ১০টি স্পটে ২০০০ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আমিনুল ইসলাম, ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম, এড. মিজানুর রহমান মিজান, মাহমুদুন নবী টুটুল, ডাঃ শামসুজ্জোহা, ডাঃ শামীউল আলম সুহান, ডাঃ আসাদুজ্জামান, ওয়াজেদ আলী এবং খন্দকার সেকান্দর মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।