খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: নৌ-শ্রমিকদের ন্যূনতম বেতন ১০ হাজার টাকা নির্ধারণ ও নতুন মজুরি এবং বেতনকাঠামো ঘোষণাসহ ১৫ দফা দাবিতে নৌ-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, সোমবার রাত ১২টা থেকে ঢাকার সদরঘাট থেকে কোনো রুটেই নৌযান চলাচল করছে না।
ধর্মঘটের কারণে চাঁদপুর, বরিশাল, বাগেরহাটসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীবাহী ও মালবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘাটে লঞ্চ না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে তারা।
যাত্রীবাহী, পণ্যবাহী, কোস্টার, ট্যাংকার, বালুবাহী নৌযান, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা এ কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা জানান, দাবি মেনে নিতে সরকার ও মালিকপক্ষকে সময় বেঁধে দেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত তাদের এ অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে।
ধর্মঘটের সমর্থনে রোববার সিরাজগঞ্জের বাঘাবাড়িসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে সংগঠনটি।
এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নৌধমর্ঘট কর্মসূচির ঘোষণা দেন নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বুলবুল মাস্টার।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবি না মানায় ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদ। অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্র্নিধারণ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং নদীর নাব্যতা রক্ষা।