Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে সম্প্রতি নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী একটি নাটক নির্মাণ করেছেন। ‘প্রিয় নার্গিস’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, নাজিরা আহমেদ মৌ, আজম খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে বাণীচিত্র।

এদিকে এবারই প্রথম নজরুলের গল্প অবলম্বনে চয়নিকা চৌধুরী নাটক নির্মাণ করেছেন। তাই নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। চয়নিকা চৌধুরী বলেন, ‘নজরুলের গল্পের প্রতি আমার আগ্রহ আছে। কিন্তু সত্যি বলতে নজরুলের গল্প আমার সেভাবে পড়া হয়নি। তবে তাঁর গল্প অবলম্বনে নাটক বানানোর ইচ্ছা আমার ছিল। এতদিন নানা কারণে আমার নজরুলের নাটক বানানো হয়নি। প্রথমবার নির্মাণ করলাম। হঠাৎ করে হলেও দারুণ লেগেছে কাজটি করে। নাটকটির চিত্রনাট্য মাসুম শাহরিয়ার খুব ভালো লিখেছেন।’
অন্যদিকে নাটকের শিল্পীদের সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, ‘তৌকীর সম্পর্কে নতুন কিছু বলার নেই। এরা হলো প্রকৃত শিল্পী। সানজিদা প্রীতি মিষ্টি একটা মেয়ে। ভালো অভিনয় জানে। আর মৌয়ের সম্পর্কে একটা কথাই বলব তা হলো, ওর কাছে আমি কৃতজ্ঞ। কাল এই নাটকে মাত্র দুটি দৃশ্যের জন্য মৌ আমাকে সময় দিয়েছে। অতিথি শিল্পী হিসেবে নাটকে কাজ করেছে সে।’
নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে ‘প্রিয় নার্গিস’ নাটকটি আজ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।