খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি ঈদেই প্রচার হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান স্টার নাইট। এই ধারাবাহিকতায় এবারের ঈদের ‘স্টার নাইট’-এ অতিথি হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসানকে, যিনি মঞ্চ, টিভি ও চলচ্চিত্র তিন ক্ষেত্রেই সফল মুখ।
অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ আটবার মেরিল-প্রথম আলো পুরস্কার জেতা জাহিদ হাসানের চলচ্চিত্রে অভিনয়ের ৩০ বছর পূর্ণ হলো এ বছর।
১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত বলবান চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। স্টার নাইট-এর উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে গল্পচ্ছলে জাহিদ হাসান জানান, খুব শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত বিজলী এবং তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য জাহিদ হাসান চলচ্চিত্র পরিচালনায়ও আসবেন। স্টার নাইট-এর আড্ডায় জাহিদ হাসান তার নিজের লেখা কবিতার অংশ বিশেষ পড়ে শোনান।
এছাড়া জাহিদ হাসানকে চমকে দিতে অনুষ্ঠানে হাজির হন তার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীরা। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও অজয় পোদ্দরের প্রযোজনায় স্টার নাইট প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।স্বরচিত কবিতা আবৃত্তি করবেন জাহিদ
বাংলাদেশ নিউজ২৪ : শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬
ঔধযরফ-যধংধহমাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি ঈদেই প্রচার হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান স্টার নাইট। এই ধারাবাহিকতায় এবারের ঈদের ‘স্টার নাইট’-এ অতিথি হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসানকে, যিনি মঞ্চ, টিভি ও চলচ্চিত্র তিন ক্ষেত্রেই সফল মুখ।
অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ আটবার মেরিল-প্রথম আলো পুরস্কার জেতা জাহিদ হাসানের চলচ্চিত্রে অভিনয়ের ৩০ বছর পূর্ণ হলো এ বছর।
১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত বলবান চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। স্টার নাইট-এর উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে গল্পচ্ছলে জাহিদ হাসান জানান, খুব শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত বিজলী এবং তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য জাহিদ হাসান চলচ্চিত্র পরিচালনায়ও আসবেন। স্টার নাইট-এর আড্ডায় জাহিদ হাসান তার নিজের লেখা কবিতার অংশ বিশেষ পড়ে শোনান।
এছাড়া জাহিদ হাসানকে চমকে দিতে অনুষ্ঠানে হাজির হন তার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীরা। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও অজয় পোদ্দরের প্রযোজনায় স্টার নাইট প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।