Wed. Oct 15th, 2025
Advertisements
14117745_665645283588291_5496910717348306663_nখোলা বাজার২৪,সোমবার, ২৯ আগস্ট ২০১৬: ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সোয়া ৪টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদের মধ্যকার এ বৈঠক শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিশেষ ফ্লাইটে জেনেভা থেকে বাংলাদেশে আসেন। এসময় হযরত শাহজালাল বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

সর্বশেষ ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন।

ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।