Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images
খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিমেতালে। সকালে রাজধানীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। তবে রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, শাহবাগ, কারওয়ানবাজার‍ ও বনানী এলাকায় সকালে হাল্কা যানজট দেখা গেছে।

এদিকে হরতালের মধ্যে যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা যায়। তবে রাজধানীতে সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল করার খবর পাওয়া যায়নি।

এছাড়া যে কোন অপ্রীতিকর পরিস্তিতি এড়াতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

– See more at: http://www.bd-pratidin.com/national/2016/08/31/166835#sthash.pcOA8UT6.dpuf