Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

400px-Mist_academic

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সদ্য প্রতিষ্ঠিত পোস্টগ্রাজুয়েট রিসার্চ ল্যাবের উদ্বোধন ও ওই ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শর্ট কোর্স-২০১৬-এর সনদ বিতরণ অনুষ্ঠান আজ বুধবার এমআইএসটি’র মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন।প্রধান অতিথি আশা প্রকাশ করেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তথা এমআইএসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।পরে, প্রধান অতিথি সিএসই ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শর্ট কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।উল্লেখ্য, উদ্বোধনকৃত পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ল্যাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অত্যাধুনিক গবেষণার উপকরণ সমৃদ্ধ একটি সুসজ্জিত গবেষণাগার। এই গবেষণাগারে ¯œাতকোত্তর পর্যায়ের গবেষকগণ এবং শিক্ষকগণ সমসাময়িক উন্নতমানের গবেষণার সুযোগ লাভ করবেন। ফলে গবেষণাগারটি এমআইএসটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে উচ্চতর গবেষণার এক নতুন দ্বার উন্মোচন করবে।কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কর্নেল এ বি এম হুমায়ুন কবীর অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন। অনুষ্ঠানে সকল শাখা প্রধান, ফ্যাকাল্টির ডীনগণ, ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষকগণসহ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।