Mon. Oct 27th, 2025
Advertisements

36kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: রাজধানীর তেজগাঁও এলাকায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় ও বিএসটিআইয়ের যৌথ ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে তিনটি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর ২০১৬) সন্ধ্যায় এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শিবলী সাদিক এবং বিএসটিআই এর ফিল্ড অফিসার মারুফা বেগম এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান জানান, “বনভোজন থাই চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্ট” ও “হাজী রেস্তোঁরা এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্ট” হাজী মরন আলী রোড, পূর্ব নাখালপাড়া তেজগাঁও, ঢাকা’তে নোংরা পরিবেশ, পচাঁ-বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ জরজেট আহম্মেদকে ৩০ হাজার টাকা ও মোঃ এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫২ ধারায়। এছাড়া “মিলকো ব্রেড এন্ড কনফেকশনারী”২৬১/জি, হাজী মরন আলী রোড, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকাতে বিএসটিআই লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামকে বিএসটিআই অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৪ ধারায় ০৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শিবলী সাদিক।