খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: চাহিদার তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমান পেঁয়াজ আমদানি হওয়ায় বন্দরের পাইকারি বাজারে কেজিতে দাম কমেছে ৫/৭ টাকা। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭/১৮ টাকায়, তা এখন প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকায়। তবে কোরবানীর ঈদে পেয়াজের দাম বাড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পেয়াজ আমদানী কারক ব্যবসায়ীরা।
এ দিকে হিলি কাষ্টমস সুত্র বলছেন, ভারতীয় পেঁয়াজ টন প্রতি ১৫০ থেকে ১৭৫ মার্কিন ডলারে আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। গত আগষ্ট মাসে আমদানি হয়েছে ৪০ হাজার ৩৬০ মেট্রিক টন পেয়াজ। আর চলতি সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত মোট আমদানি হয়েছে ১৭ হাজার ৩ শত মেট্রিক টন।
খুচরা বিক্রেতারা বলছেন আমদানি বেড়ে যাওয়ায় তারাও কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছেন তারা।
হিলি স্থল বন্দর কাঁচামাল আমদানি কারক গ্রুপের সভাপতি, হারুন উর রশিদ হারুন জানান, চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি বেড়ে গেছে। আমদানি বেশী হওয়ায় পেঁয়াজের দাম কমে গেছে। তবে কোরবানীর ঈদে পেয়াজের দাম বাড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন এই ব্যাবসায়ি নেতা্