খোলা বাজার২৪, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬: ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর বিশেষ পর্ব। মোট ১৯টি পরিবেশনা থাকছে এবারের পর্বে। যেখানে থাকছে নাচ, গান, দর্শক প্রতিযোগিতা পর্ব ও নাট্যাংশ।
গান থাকছে মোট ৪টি। একটি গান গেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্প আরেফিন রুমী ও লুইপা। গানটির কথা লিখেছেন ইকবাল খন্দকার।
একটি বহুল জনপ্রিয় লোকসঙ্গীত ‘তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা’ নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, আর এই গানের মধ্য দিয়ে প্রথম কোনো টিভি অনুষ্ঠানে একসাথে সঙ্গীত পরিবেশন করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। তাদের সাথে আসাদ খানের পরিচালনায় একদল নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।
তারুণ্য ও সম্ভাবনার কথা নিয়ে রচিত একটি গান গেছেন এই প্রজম্মের চারজন শিল্পী নাজু আখন্দ, ঝিলিক, ঐশী ও বেলী আফরোজ। গানটি লিখেছেন ইকবাল খন্দকার এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুজন আরিফ। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণা তার তিনটি জনপ্রিয় গানের অংশ বিশেষ পরিবেশন করবেন। তার সাথে পারফর্ম করেছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ফারুক ফ্লাই। দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন সারিকা। মডেলিং ও নাটকে অভিনয় করলেও এই প্রথম নৃত্য নিয়ে হাজির হচ্ছেন পরিবর্তনের মঞ্চে। তার সাথে থাকছেন জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগসহ একঝাঁক নৃত্যশিল্পী।