Mon. Oct 27th, 2025
Advertisements

16kমৌলভীবাজারের শ্রীমঙ্গল ভুড়বুড়িয়া ছড়ার পানিতে নেমে গানে গানে সিলেটের প্রখ্যাত বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ করেছে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর শিল্পিরা।

গত ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৭ম মৃত্যু বার্ষিকী উদযাপন করতে চাঁদের আলোয় পানির উপরে দাড়িয়ে আয়োজন করা হয় গানে গানে শাহ আব্দুল করিমকে স্মরণ ও আলোচনা সভার।

শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সঞ্জয় কুমার দে, সাংবাদিক সুমন বৈদ্য, বিক্রমজিৎ বর্ধণ, কাউছার আহমদ রিয়ন, শিমুল তরফদার, তোফায়েল আহমদ, অরবিন্দ দেব, তানিসা চৌধুরী, রিজভী আহমদ ও তুর্য পাল প্রমূখ।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্যামল আচার্য্যের পরিচালনায় গানে গানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রান্থ আচার্য্য, সজল ঘোষ ও সুমন দাশসহ শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর শিল্পীরা।

খ্যাতিমান মানবভাবুক এই বাউল স¤্রাট শাহ্ আবদুল করিম ২০০৯খ্রি.র ১২ই সেপ্টেম্বর সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে মৃত্যু বরণ করেন।