Mon. Oct 13th, 2025
Advertisements

road-accident-bd চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ব্রিজে বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় আহত হয়েছে আরো তিন জন। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির এনবিএস টোয়েন্টিফোরকে জানান, দুর্ঘটনায় আহত চারজনকে মেডিকেলে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষনা কওে ডাক্তার। এঘটনায় আহত আরো তিন জনকে ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।।

প্রত্যক্ষদর্শী রিকসা চালক মোহাম্মদ হোসেন এনবিএস টোয়েন্টিফোরকে বলেন, টাইপারপাস পার হয়ে ১০নং রুটের একটি ব্রেক ফেল কওে আরেকটি ১০নং বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আমার পিছনের গাড়ীকে থাক্কা দেয়।পরে বাসটি আবার ধাক্কা দিলে এতে আমিসহ চারজন গুরতর আহত হয়।ঘটনাস্থলে রিকসার ১ যাত্রী মারা যায়।