Thu. Oct 16th, 2025
Advertisements

32kএকাত্তরের যুদ্ধাপরাধের মামলায় নেত্রকোণার তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দুই মাস পিছিয়েছে। নতুন দিন ধার্য করা হয়েছে ২৮ নভেম্বর।
সোমবার প্রসিকিউশনের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তিন আসামি হলেন-হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), তার ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী বলেন, রবিবার আমরা এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এটা যাচাই বাছই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমাদের সময় প্রয়োজন। এ জন্য আমরা দুই মাস সময় চেয়েছি। আদালত ২৮ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে।
২০১৫ সালের ৫ মে তদন্ত শুরুর পর গত ৮ সেপ্টেম্বর এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।