Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬:  হবিগঞ্জের মাধবপুরে ডাবপারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল আহাদ (৪৮) মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আব্দুল আহাদ উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামের মৃত আলী রেজার ছেলে। মাধবপুর থানা পুলিশ গতকাল রোববার ভোররাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্দিউড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মুখলেছ মিয়া (৫৫) মৃত মাঈনউদ্দিনের ছেলে আবু তাহের (৫৫) ও সাফুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২০) কে গ্রেফতার করেছে।
থানার ওসি তদন্ত সাজিদুল ইসলাম পলাশ জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ীর সীমানায় অবস্থিত একটি গাছ থেকে ডাব পারাকে কেন্দ্র করে আব্দুল আহাদ ও সাফুজ মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহাদসহ ১০জন গুরুতর আহত হয়। আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাতেই মামলাটি দায়ের করা হবে জানিয়েছেন পরিবারের লোকজন।