চট্টগ্রামের বোয়ালখালী থেকে জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ৫ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে ব্যানার ও ৩ বস্তা ইসলামী বই উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডি এলাকার সামাদ আলীর বাড়িতে বোয়ালখালী থানা পুলিশ এ আভিযান চালায়।
আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পূর্বগোমদন্ডী সামাদ আলী বাড়ির আবদুস সালামের মেয়ে শাহনাজ (২২), জ্যৈষ্ঠপুরা গ্রামের এনামুল হকের মেয়ে কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের ছাত্রী নাহিদা সুলতানা (১৯), শাকপুরা মোজ্জাম্মেল মেম্বার বাড়ির মো. ফরিদের মেয়ে সামিয়া আকতার (১৮), বাঁশখালী উপজেলার নাপুরা পুঁইছড়ি এলাকার আবদুর রহমানের মেয়ে রিয়াজুল জান্নাত সুমাইয়া (১৮), লোহাগাড়া উপজেলার আধারমানিক পদুয়া গ্রামের নুর হোসাইনের মেয়ে তানিয়া আকতার (১৯)। সুমাইয়া ও তানিয়া চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজী ১ম বর্ষের ছাত্রী।
মঙ্গলবার রাত ৮টায় থানায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেন, আটককৃতরা ইসলামী ছাত্রী সংস্থার সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তারা দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে দুপুরে আমরা অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধর্মী উস্কানিমূলক জিহাদী বই, সংগঠনের ব্যানার উদ্ধার এবং ৫ জন নারীকে আটক করা হয়েছে।