খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয় সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। তারা জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জনগণ এগিয়ে আসছে। ‘গণতন্ত্রকে ফাঁসির দড়িতে লটকে দিয়েছেন শেখ হাসিনা’ এমন মন্তব্য করে তিনি বলেন, এই সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে তাদেরকেই গুম খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না।
আওয়ামী লীগ রাজনীতিকে দুর্বৃত্তায়নের সঙ্গে একাকার করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে রিজভী বলেন, সোহেল বিনয়ী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন।
রিজভী বলেন, শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর যাওয়া যায় তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরিদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। স্বেচ্ছাসেবক দলকে পরিণত করবেন যুগান্তকারী সংগঠন হিসেবে।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু জানান, ৪ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নতুন কমিটির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের নতুন সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।