খো
লা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: আজ বিকালে ৮৫ নয়া পল্টন কার্যালয়ে যুব কল্যাল পার্টির এক আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় বাংলাদেশ যুব কল্যাণ পার্টির ঢাকা মহানগর সভাপতি এড. মাহমুদুল হাসান মহানগর দক্ষিদের মতিঝিল থানারঅনুমোদন করেন, সভাপতি, ইঞ্জিনিয়ার মো: শরিফুল ইসলামকে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুমিজুর রহমান সহ ১২ সদস্য বিশিষ্ট কমিটি ।
এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ যুব কল্যাণ পার্টিই হচ্ছে কল্যাণ পার্টির মূল চালিকা শাক্তি। তাই আপনাদেরকে দেশে ও দলের সার্থে জোরালো বাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন এই সরকারের সৈরাচারী মনোভাব থেকে দেশকে রক্ষা করতে আপনাদেরকেই অগ্রনী ভুমিকা রাখতে হবে।