খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ : সুন্দরীর ক্রাউন পরেছিলেন ১৯৯৪ সালে, ২২ বছর আগে। এখন তিনি ৪৩। কিন্তু সৌন্দর্যের নিরিখে বয়সের সংখ্যাকে গুনে গুনে দশ গোল দিয়েছেন ঐশ্বরিয়া।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। সিনেপ্রেমীদের মতে, সেখানে তাঁর থেকে ১৫ বছরের ছোট আনুশকাকেও ক্লিন বোল্ড করেছেন এই সুন্দরী।
সিনেপ্রেমীদের মতে আনুশকার থেকেও পর্দায় নাকি অনেক বেশি গ্ল্যামারাস লেগেছে ঐশ্বরিয়াকে। আন্তর্জাতিক একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য সম্প্রতি একটি হট ফোটোশুটও করেছেন তিনি। এই ফটোশুটেও নিজের জাদু ছড়িয়েছেন ঐশ্বরিয়া। খোলামেলা হয়ে আবেদনময়ী রুপে পোজ দিয়েছেন তিনি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ রণবীর এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের বিতর্কের পর এ ধরনের ফটোশুট এর মাধ্যমে তাক লাগালেন ঐশ্বরিয়া। তার এ খোলামেলা ফটোশুট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। তবে এর মাধ্যমে আবারও প্রমাণ করলেন ২৩ হোক বা ৪৩, তিনিই এখনও বিশ্ব সুন্দরী।