খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :
প্রানবন্ত শিক্ষার্থী, সবুজ বিদ্যালয় এই শ্লোগানে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ২৬২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিড-ডে-মিলের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলার যমুনা ব্যাপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ হায়দার আলী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, কৃষি অফিসার অশক কুমার রায়, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সরকার, মোঃ জাহেদুল ইসলাম ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম, প্রমুখ।
পরে সবুজ বিদ্যালয় গড়তে বিদ্যালয় চত্তরে গাছের চারা রোপন করা হয়।
শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে উলিপুর উপজেলার ২৬২টি বিদ্যালয়ের ৫০হাজার ২শ ৬০ জন শিক্ষার্থীকে প্রতিদিন দুপুরের খাবার খাওয়ানো হবে।
উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে উপজেলার ২৬২টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল কর্মসূচী চালু করা হয়েছে। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিদ্যালয়কে ছায়া শীতল রাখতে উপজেলার সকল বিদ্যালয় চত্ত্বরে গাছের চারা লাগানো হয়েছে।