Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
সানি লিওন যতই বিতর্কিত নাম হোক না কেনো, তবুও বলিউডে তার চাহিদার অন্ত নেই। তার ছবি বক্স অফিসে ঝড় তোলে না। কিন্তু কোন আইটেম গানে তিনি থাকা মানেই সে গান সুপারহিট। তবে সানি জানিয়েছেন, তিনি তার এই আবেদনময় ইমেজ থেকে বেড়িয়ে আসতে চান। তার মূল আগ্রহ এখন অভিনয়ে। যে কারণে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার তার অভিনয়ের শিক্ষক প্রকাশ ভরদ্বাজকে সানিকে অভিনয় শেখানোর দায়িত্ব দিয়েছেন।

বছরের শুরুতে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সাংবাদিকের বিব্রতকর প্রশ্নের বিরুদ্ধে সানির পাশে দাঁড়িয়েছিলেন আমির খান। এরপর নিজের শুটিং সেটে সানিকে দাওয়াত দেন আমির। কদিন আগে দিওয়ালিতে আমিরের বাড়িতে বেড়িয়ে এলেন সানি। আমিরের সঙ্গে তার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তাই নিজের অভিনয়ের শিক্ষককে সানিকে অভিনয় শেখানোর দায়িত্বও দিলেন আমির। সব মিলিয়ে বলিউডে ভাল সময় পার করছেন আলোচিত এ অভিনেত্রী।
এই প্রসঙ্গে সানি জানিয়েছেন, প্রকাশ খুবই কড়া শিক্ষক। তার পুরো সকাল অভিনয় ও উচ্চারণের প্রশিক্ষণ নিয়েই কেটে যায়। তারপর নাচের অনুশীলন করেন এবং পরে দিনের যেসময় পড়ে থাকে, তখন শরীরচর্চা করেন সানি।
অপরদিকে প্রকাশ জানিয়েছেন, তিনি সানির সঙ্গে কথা বলে বুঝেছেন, অভিনেত্রী খুব একটা আবেগপ্রবণ দৃশ্য ভাল বুঝতে পারেন না। এবার সেই আবেগটা ভেতর থেকে আনতে শেখানোর জন্যেই সানিকে প্রশিক্ষণ দেবেন প্রকাশ।
শিক্ষকের দাবি, সানির এখন থেকে আর গ্লিসারিন লাগবে না কাঁদার জন্য, কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্যে দর্শককে কাতুকুতু নয়, ভেতর থেকে হাসতে শেখাবেন সানিকে। প্রকাশের দাবি, সানির স্ক্রিনে উপস্থিতি যথেষ্ট ঝকঝকে, এবার থেকে সেটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রসঙ্গত, প্রকাশ ভরদ্বাজ আমিরের সঙ্গে গত দশ বছর ধরে রয়েছেন। ২০০৬ সালে ‘রঙ দে বসন্তি’ দিয়ে প্রকাশ-আমিরের সফর শুরু। প্রকাশের সৌজন্যেই আমির ‘দঙ্গল’ ছবিতে হরিনাভি ভাষায় স্পষ্টভাবে কথা বলেছেন। আগামী মাসেই মুক্তি পাচ্ছে আমির খানের ছবি ‘দঙ্গল’।