Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উত্তর প্রদেশের কানপুরের প‍ুখরায়নের কাছে পাটনা-ইন্দোর এক্সপেসের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
এ দুর্ঘটনায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ‍কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার বলেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন চিকিৎসক ও রেলের পদস্থ কর্মকর্তারা।
তিনি জানিয়েছেন, যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় এস ২ কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারের কাজ শুরু করেছে। চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক টুইট বার্তায় মোদি এই সমবেদনা জানান।
এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সংশ্লিষ্টদের উদ্ধার কাজের জন্য নির্দেশ দিয়েছেন বলে এক টুই্ট বার্তায় জানান।
সূত্র: এনডিটিভি