খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬:
পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী কিসমত বেগকে দিনে-দুপুরে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। তার অবস্থা আশংকাজনক। খবর দ্য ডন অনলাইনের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লাহোরে কিসমত বেগকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে আহত করেছে।
তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে কার গাড়িতে লাহোরে বেড়াতে বের হয়েছিলেন। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিসমত বেগকে অপরারেশন থিয়েটারে রাখা হয়েছে।
তার সঙ্গে থাকা ব্যক্তিও গুলিতে আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।