Thu. Oct 23rd, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: গত বিপিএলের চ্যাম্পিয়নরা। মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম ৮ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জেতায় ওখানেই শিরোপা ধরে রাখার আশা শেষ প্রায়।
শেষের দিকে এসে সেই তারাই কিনা জিতল টানা তিন ম্যাচ! শুক্রবার হারাল খুলনা টাইটান্সকে। অংকের হিসেবে এখনো সেমিফাইনাল খেলার ক্ষীণ আশা দেখা যায়। মাশরাফি সেই আশার পালে হাওয়া দিয়ে হাল ধরে আছেন।
এদিন সামনে থেকে আবার নেতৃত্ব দিলেন মাশরাফি। ইনজুরি আছে। হ্যামস্ট্রিংয়ে। ছোটো রান আপে বল করেছেন। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট। তাতে খুলনা ৬ উইকেটে করে ১৪১ রান।
এরপর ৬২ রানে ৩ উইকেট হারায় কুমিল্লা। ব্যাট হাতে ৫ নম্বরে নেমে যান মাশরাফি। ১১ বলে ৩ ছক্কায় ২০ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়ে ফেরেন।
ম্যাচের সেরা মারলন স্যামুয়েলস ৫৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে ফিরেছেন। লিটন দাসও অপরাজিত ২৪ রানে।
এমন একটি জয়ের পর মাশরাফি বললেন, পরিস্কার পরিকল্পনা ছিল বোলিং তছনছ করে দেব আমি। ও (স্যামুয়েলস) দারুণ খেলল আজ। আমরা আরো আগে ১৫-১৬ ওভারে শেষ করতে চেয়েছিলাম।
তা পারলাম না।” রান রেটে একটু এগিয়ে যাওয়ার আকুতি পরিস্কার মাশরাফির কণ্ঠে। শেষে যোগ করলেন, “কোয়ালিফাই (শেষ চারে) করার সামান্য সুযোগ আছে আমাদের। সেই চেষ্টা চালাবো।”
১১ ম্যাচে ৮ পয়েন্ট কুমিল্লার। আর এক ম্যাচ বাকি। এখন এই অবস্থায় শেষ চারে যাওয়াটা বেশ অলৌকিকই। অনেক যদি কিন্তু ও রান রেটের হিসেবের ওপর নির্ভরশীলতা।
জিততে হবে শেষ ম্যাচ। অন্যদের হারতে হবে। জটিল। কিন্তু হোক ক্ষীণ, তবু আশা তো আছে! কুমিল্লা সেই আশাতেই বসতি করেছে।