Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারের পাইকারী মাছের আড়ৎদার ঢাকার ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। আটক আড়ৎদারকে অস্ত্র মামলার প্রধান আসামী হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৎস্য আড়ৎ সূত্রে জানা যায়, মোঃ আলম (৫৫) গত- ২৯-১১-১৬ ইং তারিখে সকাল ৭ টার দিকে শ্রীনগরের বাঘড়া বাজারের মৎস্য আড়ৎতে মাছ বিক্রি করার সময় ঢাকার ডিএমপির ডিবি পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায়। এসময় স্থানীয়রা বাধা দিলে অস্ত্র বের করে তাদের ভয় দেখানো হয় বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকারী মাছ বিক্রি করার সময় আলমকে একজন মহিলাসহ কয়েকজন সাদা পোষাকের লোক আটক করে। লোকজন এগিয়ে গেলে বলে আমরা ডিবি পুলিশ ঢাকা থেকে এসেছি। তখন আলমকে চেক করে তার কাছে মাছ বিক্রির টাকা ছাড়া কিছু পায়নি। পরে তাকে টেনে হিচড়ে গাড়ীতে তুলে নিয়ে চলে যায়। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে তা বলেননি আটক কারী ডিবি পুলিশের সদস্যারা।

সাঈদ চকিদার নামের স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্য বলেন, আড়ৎদার আলমকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার সময় আমার পরিচয় দিয়ে তাদের সাথে কথা বললে তারা জানান, আলমের সাথে টাকা আর মোবাইল ফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তাকে ধরে নেয়ার ২ দিন পরে তার সাথে অস্ত্র পাওয়া গেছে এমন একটি মামলা দেয়া হয়েছে সেখানে উল্লেখ এ আড়ৎদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় আটক আড়ৎদারের স্বজনরা ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।

স্থানীয় ইউপি সদস্য ও মাছ ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম বলেন, আটকের পর আমরা ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে আমার ভাইয়ের সন্ধান নেই। পরে আটকের কয়েক দিন পর এক পর্যায়ে ঢাকার মিন্টু রোডের ডিবি অফিসের পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী আলমকে আটকের বিষয়টি স্বীকার করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ ডিসেম্বরে কোতয়ালী থানার ২(১২)১৬ নং মামলায় আলমকে আটক দেখানো হয়। কোতয়ালী থানাধীন ৩১ নবাব ইউসুফ রোডস্থ আল্লাহর দান ট্রেডিং এন্ড ট্রান্সপোর্ট এজেন্সির সামনের রাস্তায় থেকে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ বিষয়ে ঢাকার কোতয়ালী জোনাল টিম, ডিবি (দক্ষিন) এর এস আই মুহাম্মদ রাশেদুল ইসলামের কাছে আটকের বিষয়টি জানতে ফোন দিলে তিনি ফোন রিসির্ভ করেননি।