খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় বসতঘরে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে স্বামী স্ত্রী সহ মারা গেছেন ৩ জন। আজ রবিবার সকালে থানার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)। আগুনে ৩ জনের মালিকানাধীন ৪টি বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো, জসিম উদ্দিন জানান, সকালে পূর্ব বাকলিয়া ওয়ার্ডে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের কালুরঘাট এবং লামার বাজার ষ্টেশন থেকে দুটি ইউনিটের ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি বসত ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, বাকলিয়ায় অগ্নিকান্ডে আহত দুজনকে হাসপাতালে আনার পর সৈয়দ আহমদ একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত নারীর মৃত্যু হয়। তারা দুজন স্বামী স্ত্রী বলে জানাগেছে।