Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:31‘তারায় তারায় দীপশিখা’ এ শ্লোগানে বৃহত্তর নোয়াখালীর ব্র্যাক শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ব্র্যাক নোয়াখালী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে।

অনুষ্ঠানে জেলা ব্র্যাক প্রতিনিধি চৌধুরী শরিফুর রহমান পন্নীর সভাপতিত্বে ও ব্র্যাক সিনিয়র শাখা ব্যবস্থাপক মৃদুল কুমার শাহা’র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক দিলদার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. কামাল পাশা, এলাকা ব্যবস্থাপক শিউলী আক্তার, মনিটরিং অফিসার মো. মাহবুবুল আলম।

দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্র্যাক বৃহত্তর নোয়াখালীর ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।