Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:9
শাহরুখের জন্য এ ছবিতে ‘লায়লা’ হিসেবে হাজির হয়েছেন সাবেক পর্ণস্টার, বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘রইস’ এ আশির দশকের ছবি ‘কুরবানি’র জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’র সঙ্গে নাচতে দেখা যাচ্ছে সানি লিওনকে। তার সঙ্গে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

গতকাল ২১ ডিসেম্বর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। ২ মিনিট ৪০ সেকেন্ডের এই গানের শুরুতে একটি বোতলের মধ্যে দেখা যায় সানিকে। বোতল থেকে বেরিয়ে গানের তালে কোমর দোলাতে থাকেন তিনি। বেশ আবেদনময়ীরূপে দেখা গেছে সানিকে। পুরো গান জুড়েই বিভিন্ন ভঙ্গিতে নেচেছেন এ অভিনেত্রী।
এর আগে অনেক আইটেম গানে নাচলেও এবারে একটু ভিন্নরূপে দর্শক সানিকে পাবেন। গানের কয়েকটি দৃশ্যে শাহরুখের সঙ্গে দেখা গেছে সানিকে।
উল্লেখ্য, ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে দেখা গিয়েছিল জিনাত আমনকে। ‘লায়লা’র রিমেকে জিনাতের মতো সাজ পোশাকে সানি হাজির হলেন।
রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরি খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।