Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 13তবে কি সত্যি লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলে রয়েছে প্রাণের অস্তিত্ব! বিশেষ করে মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি বড় আকারের চামচ আবিষ্কার করার ফলে এমন আলোচনা আরো জোরালো হয়েছে।

সাম্প্রতিক সময়ের মধ্যে এ নিয়ে এটা এমন দ্বিতীয় ঘটনা। ফলে যারা এলিয়েন বা অন্য গ্রহে বাসিন্দা আছে বলে বিশ্বাস করেন তাদের কাছে এটা বড় ধরণের একটি ক্লু। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র রোভার থেকে পাঠানো এক ফুটেজে দেখা গেছে বেশ বড় আকৃতির ওই চামচ। চারদিকে বালুময় মঙ্গল পৃষ্ঠ। তার ভিতর বেশ কিছু পাথর আকৃতির জিনিস দেখা যায়। এরই এক পাশে পড়ে আছে চামচ আকৃতির ওই বস্তুটি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে মঙ্গলে পাওয়া গেছে আংটি, গ্লোভ। এর ফলে অনেকেই বিশ্বাস করছেন মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে। এমনিতেই এর আগের গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশের নিচের দিকে পানির অস্তিত্ব দেখতে পেয়েছেন তারা। কোথাও দেখা গেছে শুকিয়ে যাওয়া সাগরের অস্তিত্ব। এসব জানান দিচ্ছে, এক সময় মঙ্গলে বসতি ছিল। সেখানে বসবাস করতো কোনো বুদ্ধিমান প্রাণী।