খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:শেরপুরের ঝিনাইগাতীতে আজ ২রা জানুয়ারী উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় উপজেলা সমাজসেবা’র উদ্দ্যোগে “জাতীয় সমাজসেবা দিবস”-২০১৭ পালন করেন। উক্ত দিবসটি পালন করার জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার। বর্ণাঢ্য র্যালীটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে উপজেলা চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে র্যালীটিশেষ করেন। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জে.এম শরীফ হোসেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) নাসরীন জাহান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংগঠনের লোকজনসহ স্থানীয় সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের নানামুখি কর্মকান্ডের প্রসংশা করেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র, অসহায় ছিন্নমূল প্রতিবন্ধীসহ তৃণমূল পর্যায়ের গণ মানুষের কল্যানের দপ্তরটি হলো সমাজসেবা দপ্তর। এ দপ্তরের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী কল্যানকর কার্যক্রমগুলি পরিচালিত হয় এই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমেই। তাই এ দপ্তরের অত্যান্ত গুরুত্বপূর্ণ বলেই ১৯৭৪ সনে উক্ত দপ্তরের কার্যক্রম শুরু হয়। দিন দিন সমাজসেবার কার্যক্রমের পরিধি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই দপ্তরের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষের কল্যান বয়ে আনছে।