Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭:  62বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৬৮ দশমিক ৯২ ভাগ।

বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট এক লাখ ১৪ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৬২ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৪৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪৮৩ জন ‘এ’, তিন হাজার নয়জন ‘এ(-)’, ১০ হাজার ১৯২ জন ‘বি’, ২৩ হাজার ৩৮৩ জন ‘সি’ এবং ছয় হাজার ২০৬ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৬৯ জন ছাত্র অর্থাৎ শতকরা ৬৮ দশমিক ৩৪ ভাগ এবং ১৬ হাজার ২০৪ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৬৯ দশমিক ৯২ ভাগ। একইসঙ্গে ৫২ হাজার ১৬ জন প্রথমবর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সিজিপিএ নড়ঁ.ধপ.নফ এবং উবঃধরষ জবংঁষঃ- বীধস.নড়ঁ.বফঁ.নফ ঠিকানায় পাওয়া যাবে।
এ ছাড়া ঝগঝ-এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য নড়ঁংঃঁফবহঃ ওউ (১১ফরমরঃং রিঃযড়ঁঃ ধহু ংঢ়ধপব, ভড়ৎ বীধসঢ়ষব ১৩০১১৮১০০০১) লিখে বাংলালিংকে ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭-এ ঝগঝ পাঠাতে হবে।