খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওযা হিরো আলম এবার র্যাপ সং নিয়ে হাজির হয়েছেন। এর আগে তার শতাধিক মিউজিক ভিডিও প্রকাশ হলেও এই প্রথম র্যাপ গান গাইলেন আলম।
হিরো আলমের গানটি বুধবার ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির সুর-সংগীতাজন করেছেন আপন দে। র্যাপ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাফর ইকবাল গোর্কি।
হিরো আলমের বাড়ি বগুড়া। পুরো নাম আশরাফুল আলম হলেও সোশাল মিডিয়ার কল্যাণে তিনি হিরো আলম নামে পরিচিত। ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়। যেসব ভিডিওর নির্দেশনা দেন আলম।
এছাড়া ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয় করেন হিরো আলম। নিজেকে হিরো আলম দাবি করার কারণে আলমকে নিয়ে বেশি আলোচনা হয়। বিশেষ করে আলমের চেহারা নিয়ে মানুষ বেশি সমালোচনা বা হাসাহাসি করেন।
কিন্তু তাকে নিয়ে এই হাসাহাসি বা সমালোচনাই তাকে বেশি জনপ্রিয় করে তুলেছে।
হিরো আলমের ডিশের ব্যবসা রয়েছে। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম।
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছেন তিনি। যদিও ভোটে জিততে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে আলমকে।