Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: 65বলিউডপাড়ায় করণ জোহরের যৌনতা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। এমনও গুজব উঠেছিল, করণ সমকামী এবং তাঁর নাকি শাহরুখ খানের সঙ্গেও সম্পর্ক ছিল। এ বিষয়ে মুখ খুলেছেন করণ স্বয়ং। কী বলেছেন? টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে সেটাই আজ রোববার জুম টিভি প্রকাশ করেছে।

যৌনতা নিয়ে করণের বিভিন্ন সময় ভিন্ন রকম অভিজ্ঞতা থাকলেও তাঁকে নিয়ে যেসব কথা হয়, তার অধিকাংশ সত্য নয় বলে দাবি করেন বলিউডের চিত্রপরিচালক, প্রযোজক ও অভিনেতা করণ জোহর।
শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে গুজব রটেছিল, সে সম্পর্কে করণ বলেন, ‘আমার যৌনতা সম্পর্কে অনেকে অনেক কিছু অনুমান করেন। এমনকি শাহরুখের সঙ্গেও আমার সম্পর্কের গুজব ছিল। বছরের পর বছর আমাকে এ গুজব শুনতে হয়েছে। একটা হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? আমি বিরক্ত হয়ে তাঁদের পাল্টা প্রশ্ন করেছিলাম, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আপনার ভাইয়ের সঙ্গে বিছানায় যান? তখন উপস্থাপক আমাকে পাল্টা বলেছিলেন, আমি কি বোঝাতে চাইছি। আমি বলেছি, আপনি আমাকে কীভাবে এমন প্রশ্ন করতে পারলেন? শাহরুখ হলেন পিতার মতো, ও আমার বড় ভাইয়ের মতো।’
করণ আরো বলেন, ‘আসলে আমি মনে করি, যৌনতা খুবই ব্যক্তিগত ও অন্তরঙ্গ অনুভূতি। আমি ইচ্ছা করলে এটা যে কারো সঙ্গে করতে পারি না। মানুষ তো কটূক্তি করে নানা কথাই বলে। কিন্তু আমি এসব নিয়ে মাথা ঘামাই না। নিজের যৌন সম্পর্ক নিয়ে আমার সব গুজব আমি নিজেই সমাধান করেছি।’
করণ আরো জানান, ২৬ বছর বয়সে তিনি কৌমার্য হারান। নিউইয়র্কে তাঁর এ ঘটনা ঘটে। এটা নিয়ে মোটেও তিনি গর্ব করেন না। তখন তিনি নাকি এ বিষয়ে খুব অনভিজ্ঞ ছিলেন। এমনকি ছোটবেলা থেকে তাঁর এ বিষয়ে ধারণাও খুব কম ছিল।
এদিকে ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজনে করণ সম্পর্কে শাহরুখ একটি তথ্য ফাঁস করেছিলেন। শাহরুখ মজা করেই বলেছিলেন, ‘আমি যখন চেঞ্জিং রুমের ভেতরে যাই, তখন করণও আমার সঙ্গে আসে। এটা আমার জীবনের সবচেয়ে বিব্রতকর সময়।