Tue. Sep 16th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। দুই ধাপের বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে অংশ নিচ্ছেন দেশের ১৭টি জেলার মুসল্লি। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, প্রথম ধাপে দেশের ১৭টি জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। ২৭টি খিত্তায় তাদের ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে অংশ নেওয়া জেলা ও খিত্তাগুলো হলো- ঢাকা (১-৫ নং খিত্তা), টাঙ্গাইল (৬-৮ নং খিত্তা), ময়মনসিংহ (৯-১১ নং খিত্তা), মৌলভীবাজার (১২ নং খিত্তা), ব্রাহ্মণবাড়ীয়া (১৩ নং খিত্তা), মানিকগঞ্জ (১৪ নং খিত্তা), জয়পুরহাট (১৫ নং খিত্তা), চাঁপাইনবাবগঞ্জ (১৬ নং খিত্তা), রংপুর (১৭ নং খিত্তা), গাজীপুর (১৮-১৯ নং খিত্তা), রাঙামাটি (২০ নং খিত্তা), খাগড়াছড়ি (২১ নং খিত্তা), বান্দরবান (২২ নং খিত্তা), গোপালগঞ্জ (২৩ নং খিত্তা), শরীয়তপুর (২৪ নং খিত্তা), সাতক্ষীরা (২৫ নং খিত্তা) ও যশোর (২৬-২৭ নং খিত্তা)। তিনি আরো জানান, দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে আগামি শুক্রবার ১৩ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। চারদিন বিরতির পর দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ জানুয়ারি, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ২২ জানুয়ারি। বর্তমানে ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেওয়া হচ্ছে খিত্তার নম্বর।