Wed. Sep 17th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: স্কুল জীবন পেরিয়ে আসার ২৫ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলনী করেছে ১৯৯২ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে। গাইবান্ধা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৯৯২ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা এই কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।