Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: 61চিত্রনায়িকা অপু বিশ্বাস নিখোঁজ প্রায় এক বছর হয়ে গেল। এর মধ্যে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে গেল বছরের শেষে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, অপু শিলিগুড়ি আছেন।

এর আগে গেল নভেম্বরে অপুর দেশে ফেরার কথা শোনা গেলেও তাকে পাওয়া যায়নি। নতুন করে আবারো শোনা যাচ্ছে, আগামী মার্চেই দেশে ফিরবেন অপু বিশ্বাস।
গেল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে কথা হয় অপু বিশ্বাসের মেকআপম্যানের। নাম প্রকাশে অনিচ্ছুক এই মেকআপম্যান নিজেকে অপুর পছন্দের মেকআপম্যান বলে দাবি করেন। তিনি বলেন, ‘অপু দিদি মার্চে দেশে ফেরার কথা রয়েছে। এরপর তিনি এপ্রিল থেকে আবারও ছবিতে অভিনয় করবেন।’
তিনি আরো বলেন, ‘আগের মতো স্লিম হয়ে, আবেদনময়ী ফিগার নিয়েই ফিরবেন অপু দিদি। আর তো কটা দিন! অপেক্ষা করুন। সব গুঞ্জনের অবসান হবে।’
তবে অপুর আড়ালে যাওয়ার নেপথ্যে কী? এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘অপু দিদি দেশে আসলে তাকেই জিজ্ঞেস করবেন কেন সে আড়ালে গেল, আমি কিছুই জানি না।’
অপু বিশ্বাস নেই, আপনি এখন কী করছেন? জবাবে এই মেকআপম্যান বলেন, ‘বিভিন্ন চলচ্চিত্রে মেকআপের কাজ করি। দিদি ফিরে এলে আবার তার সঙ্গে কাজ করবো।’
এদিকে অপু বিশ্বাসের অভাবে বেশ ক’জন নির্মাতা ক্ষতির সম্মুখীন হয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পর তারা নতুন নায়িকা নিয়ে তাদের ছবির শুটিং শুরু করেছেন। কেউ কেউ অপুর কণ্ঠে অন্যকে দিয়ে ডাবিং করিয়েই ছবি মুক্তি দেয়ার চেষ্টা করছেন।