Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  29কিম কার্দাশিয়ান পরিবারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এবার চুরির ঘটনা ঘটেছে।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাদের মালিকানাধীন ফ্যাশন স্টোর ‘ড্যাশ’-এ গত মঙ্গলবার এ চুরির ঘটনা ঘটে।
এর আগে গত বছরের অক্টোবরে প্যারিসে ডাকাতের কবলে পড়েন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। সেই আতঙ্ক না কাটতেই আবারও এমন ঘটনা ঘটল।
তবে এবার ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন কার্দাশিয়ান বোনেরা।
তদন্ত কর্মকর্তারা জানান, পুলিশ এখনও অপরাধীকে ধরতে না পারলেও জানতে পেরেছে। এই ঘটনায় যুক্ত আছেন একজন নারী। জামা কাপড় ও সুগন্ধিদ্রব্য নিয়ে দোকান থেকে পালিয়েছেন এক নারী।
এই ঘটনায় প্রায় ১৬০০ মার্কিন ডলারের মত ক্ষতির সম্মুখীন হয়েছেন কার্দাশিয়ান পরিবার।
কিম কার্দাশিয়ান ও তার পুরো পরিবারই মার্কিন শোবিজ অঙ্গনের তারকা। ফ্যাশন জগতে তাদের ব্যাপক পরিচিতি রয়েছে। বোনেরা মিলে খুলেছেন ফ্যাশন হাউজ ‘ড্যাশ’। সেই প্রতিষ্ঠানটিতেই এবার চুরি হয়েছে।