Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘শূন্য’ চলচ্চিত্র। ছবিটি সেন্সর বোর্ডে বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র পেয়েছে। পরিচালক জানান, ‘গেল সোমবার ‘শূন্য’ ছবিটি সেন্সর সনদ লাভ করেছে। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে আনতে চাই।’
‘শূন্য’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়কে। পাশাপাশি এই ছবিতে জুটি হয়ে কাজ করেছেন রেসি এবং ওমর সানি। এতে আরো অভিনয় করেছেন অরুনা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই। পরিচালক বন্ধন বলেন, ‘আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম মৌলিক গল্পে কাজ করবো। অবশেষে এই গল্পটি আমি পেয়েছি। এর মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নতুন জুটি, নতুন গল্প নিয়ে বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ রেখেছি এই ছবিতে। আশা করছি ছবিটি দর্শককে হলে টানবে।’
এদিকে, শূন্যদ ছবির মাধ্যমে প্রায় দুই বছর পর আবারো বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রেসি। তিনি বলেন, ‘পারিবারিক কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। এ ছবির মাধ্যমে আবারো প্রত্যাবর্তন হচ্ছে আমার। ছবির গল্পটা অনেক সুন্দর এবং পারিবারিক ঘরানার। আশাকরি ছবিটি সবার ভালো লাগবে।’
একটি আইটেম গান ছাড়াও ছবিতে ভিন্ন মেজাজের বেশ কিছু গান রয়েছে। ইতিমধ্যে কিশোরের সংগীতায়োজনে কিশোর ও কোনালের গাওয়া ‘স্বপ্নের রং’ গানটি বেশ সাড়া ফেলেছে। ‘শূন্য’ ছবির অন্যান্য গানগুলোতে সংগীত পরিচালনায় থাকছেন আহমেদ হুমায়ন ও পুলক।