Wed. Sep 17th, 2025
Advertisements

40kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: বুধবার মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রইস’। একই দিনে মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিটিও। বহু দিন ধরেই এ দুটি ছবির একই দিনে মুক্তি নিয়ে চলছিল ব্যাপক জল্পনা-কল্পনা।
কারণ, কয়েক বছর পর এবার এ রকম মাপের দুই বড় তারকার ছবি একই দিনে মুক্তি পেলো। শাহরুখ ও হৃতিকের মধ্যে তাই ব্যাপক টক্কর হবে বলেও ভাবা হচ্ছিল। হচ্ছেও সেটা। প্রচার-প্রচারণায় শাহরুখ ও হৃতিক কেউই কমতি রাখেননি। দুজনই প্রায় দুই মাসের প্রচারণা চালিয়েছেন। তবে অনেকেই বলেছিলেন এ দৌড়ে শাহরুখ কিছুটা এগিয়ে রয়েছেন। কারণ, শাহরুখ মানেই বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা। এবার হলোও তাই। প্রথম দিনের বক্স অফিস কালেকশন তাই বলছে।
শাহরুখ খানের ‘রইস’ প্রথম দিনে শুধু ভারতে ব্যবসা করেছে ২১ কোটি রুপি। আর হৃতিকের ‘কাবিল’ আয় করেছে মাত্র সাড়ে ৭ কোটি রুপি। এই রিপোর্টই বলে দিচ্ছে শাহরুখ খানের সঙ্গে ব্যবসা সফলতার দৌড়ে বেশ পিছিয়ে আছেন হৃতিক। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শাহরুখের ‘রইস’ বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করবে। কবীর খান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। রয়েছেন আরেক শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অন্যদিকে রোমান্টিক ছবি ‘কাবিল’ এ হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।